ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ

রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে পাঠদান সম্প্রসারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Nov 1, 2025 ইং
রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে পাঠদান সম্প্রসারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সংবর্ধনা অনুষ্ঠানের দৃশ্য
.

রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের কলেজ শাখার পাঠদান সম্প্রসারণ উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসাতে পারো) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার আলম

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও বিদ্যালয়ের সাবেক ছাত্র জনাব রাসেলুল কাদের
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এজেএম গিয়াসউদ্দিন চৌধুরী

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের ধারাবাহিক শিক্ষার মানোন্নয়ন ও কলেজ শাখার সফল পরিচালনায় একযোগে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, গ্রামীণ শিক্ষার বিকাশে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





নিউজটি আপডেট করেছেন : সায়েদ মাহবুব সালমান

কমেন্ট বক্স